নতুন যেসব নিয়ম আনল আইসিসি
মাথায় বল লেগে আহত খেলোয়াড়ের বদলি নামানোর নিয়ম অবশেষে চালু করল আইসিসি। আসছে অ্যাশেজ থেকেই কার্যকরী হবে নিয়মটি। পাশাপাশি স্লো-ওভার রেটে এখন থেকে কেবল অধিনায়কই বেশি দোষী হবেন না, বাকী সতীর্থদের পকেট থেকেও কাঁটা হবে সমপরিমাণ ম্যাচ ফী!
পহেলা আগস্টের অ্যাশেজ দিয়ে শুরু হচ্ছে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেই সিরিজ দিয়ে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানো নিয়ম শুরু করবে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। আগে ঘরোয়া ক্রিকেটে ২ বছরের মতো মহড়া দেয়া হয়েছে, তারপর আন্তর্জাতিক ক্রিকেটে চালু হতে যাচ্ছে নিয়মটি।
বদলি খেলোয়াড় নামানোর ক্ষেত্রে কিছু শর্ত অবশ্যই মানতে হবে। প্রথমে দলের চিকিৎসক সিদ্ধান্ত নেবেন আহত খেলোয়াড় মাঠে নামার মতো উপযুক্ত কিনা। যদি বদল করতেই হয় তাহলে একই পজিশনের খেলোয়াড় নামাতে হবে। নামানোর আগে সিদ্ধান্তটি ম্যাচ রেফারির থেকে অনুমোদিত হয়ে আসতে হবে।
শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপেই নয়, নারী-পুরুষদের আন্তর্জাতিক-ঘরোয়া সব ফরম্যাটের ক্রিকেটেই নতুন কিছু নিয়ম মাঠে নামাচ্ছে আইসিসি।
স্লো-ওভার রেটের কারণে যেসব নিয়ম যুক্ত হচ্ছে-
>এখন থেকে কেবলমাত্র অধিনায়ককে জরিমানা ও নিষেধাজ্ঞা দেয়া হবে না।
>স্লো-ওভার রেট হলে একাদশের সব খেলোয়াড় সমানভাবে দায়ী হবেন। অধিনায়কের সমান জরিমানা সবাইকেই করা হবে।
>বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে স্লো-ওভার রেট হলে ম্যাচ শেষ দোষী দলের নামের পাশে বিয়োগ হবে দুটি কম্পিটিশন পয়েন্ট।
নো বলের রিপ্লে চাওয়া নিয়েও নতুন নিয়ম আনতে যাচ্ছে আইসিসি। সামনের কয়েক মাসে মহড়ার পর নিয়মটি চালু করতে চায় সংস্থাটি।
Tag: Advertisement games lid news world
No comments: