Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সবার সমস্যা পর্যবেক্ষণ করছেন ওয়াসিম জাফর




সবার সমস্যা পর্যবেক্ষণ করছেন ওয়াসিম জাফর জাতীয় দলের সঙ্গে কাজ করাটা চ্যালেঞ্জিং, তারপরও বিসিবি চাইলে পূর্ণ মেয়াদে টাইগারদের ব্যাটিং পরামর্শক হতে কোন আপত্তি নেই। সময় সংবাদে এমন মন্তব্য করেছেন ওয়াসিম জাফর। শ্রীলঙ্কা সফর সামনে রেখে বর্তমানে স্বল্প মেয়াদে এই দায়িত্ব পালন করছেন তিনি। এদিকে, বিশ্বের বড় দলগুলোর সঙ্গে টেক্কা দিতে হলে টাইগারদের ব্যাটিংয়ে আরো উন্নতি আনতে হবে বলে মনে করেন ওয়াসিম। ওয়াসিম জাফরের সঙ্গে বিসিবির চুক্তি এইচপি টিমের জন্য। কিন্তু টাইগারদের নিয়মিত ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি ছুটিতে থাকায় গুরু দায়িত্বটা এখন তার কাঁধে। সামনে শ্রীলঙ্কা সফর। তার আগে যতটা সম্ভব ব্যাটসম্যানদের ভুল গুলো ধরিয়ে দেয়া। আর তাই যথেষ্ট গুরুত্ব দিয়েই সৌম্য-সৈকতদের অনুশীলন পর্যবেক্ষণ এই ভারতীয়। ব্যাটিং পরামর্শক ওয়াসিম জাফর বলেন, সবার টেকনিকেই টুকিটাকি কিছু সমস্যা আছে। আমি সেগুলো ওদের ধরিয়ে দিয়েছি। আজ যেমন সৈকতের ফুটওয়ার্ক নিয়ে কাজ করেছি। তেমনি সৌম্যর ব্যাপারটাও আমার চোখ এড়ায়নি। সমস্যাগুলো সমাধানে কিছুটা সময় লাগবে। কারণ ওরা অনেক দিন ধরে এভাবেই অভ্যস্ত। বিশ্বকাপটা বাংলাদেশ আট নম্বর হয়ে শেষ করলেও, সাকিব-মুশফিকদের ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে সবার। এর মাঝেও অনুজদের ছোট ভুলগুলোর বড় মাশুল জন্ম দিয়েছে সমালোচনার। যা দৃষ্টি এড়ায়নি ওয়াসিম জাফরের। আর তাই বিশ্ব ক্রিকেটে বড় দলগুলোকে টেক্কা দিতে টাইগারদের ব্যাটিং আর নিখুঁত হওয়া উচিৎ বলে মনে করেন তিনি। ওয়াসিম জাফর বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভালো ব্যাটিং করছে এটা সত্য কথা। তবে সেখানেও অনেক উন্নতির জায়গা আছে। সেই কাজটা যদি ঠিকঠাক হয় তাহলে অনেক বড় দলকে খুব সহজেই হারাতে পারবে সাকিবরা। আমার মনে হয় এই জায়গায় সবার মনোযোগ দেয়া উচিৎ। বিশ্বকাপের পর একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে টাইগার ক্রিকেট। হেড কোচ নেই। বোলিং কোচ এবং ফিজিওর পদেও লোক খুঁজছে বিসিবি। ব্যাটিং পরামর্শকের স্থানটা শূন্য না হলেও, গুঞ্জন আছে নেইল ম্যাকেঞ্জিকে নিজ দেশে ফেরত নিতে আগ্রহী দক্ষিণ আফ্রিকা। এমন অবস্থায় বিসিবি যদি চায়, তবে পূর্ণ মেয়াদে টাইগারদের পরামর্শক হতে বেশ আগ্রহের কথাই শুনিয়েছেন রঞ্জি ট্রফির সর্বোচ্চ স্কোরার। ওয়াসিম জাফর বলেন, যে কোন জাতীয় দলের হয়ে কাজ করাটা অবশ্যই সম্মানের। একই সঙ্গে চ্যালেঞ্জিংও। আমার চুক্তিটা বিসিবি এইচপি টিমের সঙ্গে। তবে আমাকে যদি জাতীয় দলের জন্য বিবেচনা করা হয়, সেটা আমি সানন্দে গ্রহণ করবো। নতুন দায়িত্বে টাইগারদের সঙ্গে শ্রীলঙ্কা সফর করবেন ওয়াসিম জাফর। কিন্তু এরপর তাকে আবার ফিরতে হবে এইচপি দলের কাজে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply