অবৈধ অভিবাসীদের মালয়েশিয়া থেকে দেশে ফেরার সুযোগ
মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসীদের ৭শ' রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আগামী পহেলা আগস্ট থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশিসহ অন্যান্য দেশের অবৈধ শ্রমিকদের দেশে ফিরতে সময় বেঁধে দেয়া হয়েছে। এমন পদক্ষেপকে স্বাগত জানালেও, দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি প্রবাসীদের।
মালয়েশিয়ায় আত্মসমর্পণের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার কর্মসূচি থ্রি প্লাস ওয়ান-এর মেয়াদ শেষ হয় গেল বছরের ৩০ শে আগস্ট। ওই প্রকল্পের আওতায় প্রায় দেড় লাখ অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পেলেও, এখনো দেশটিতে কাগজপত্রহীন বহু শ্রমিক বসবাস করছে।
এ অবস্থায় মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ শ্রমিকদের আবারো দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ৭শ' রিঙ্গিত জরিমানা দিয়ে আগামী পহেলা আগস্ট থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে তাদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী হাজি মহিউদ্দিন ইয়াসিন বলেন, অবৈধ অভিবাসীরা সরাসরি ইমিগ্রেশন অফিসে উপস্থিত হয়ে দেশে যাওয়ার আবেদন করতে পারবেন।
অবৈধ অভিবাসীদের দেশ ত্যাগের সব প্রক্রিয়া সম্পন্ন করতে মালয়েশিয়াজুড়ে ৮০টি কাউন্টার খোলা হবে। অবৈধ শ্রমিকরা সরাসরি ইমিগ্রেশন অফিসে উপস্থিত হয়ে আবেদন করতে পারবে। এর পরও যারা থেকে যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা
Tag: others
No comments: