Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কোচ নিয়োগ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি




বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল ল্যাঙ্গাভেল্টের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। এছাড়া, স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। দু'জনের সঙ্গেই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। এদিকে আরো দুই বছরের জন্য মেয়াদ বেড়েছে প্রধান নির্বাচক নান্নু ও নির্বাচক হাবিবুল বাশারের। গুরুত্বপূর্ণ সভা শেষে এসব জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দীর্ঘ দিন পর সরগরম ক্রিকেট বোর্ড। পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ সভা। কোচ ইস্যু নিয়ে আসবে সিদ্ধান্ত। সঙ্গে ভাগ্য নির্ধারণ হবে নির্বাচক প্যানেলের। টাইগারদের পেস ও স্পিন বোলিং কোচ হিসেবে গেলো ক'দিন ধরেই শোনা গেছে অনেকের নাম। তবে সেসবই ভুল প্রমান করে হাই প্রোফাইল কোচ নির্বাচন করেছে বিসিবি। যদিও পেস ও স্পিন কোচকে দীর্ঘ মেয়াদে পাওয়া যায় নি। দু'জনের সঙ্গেই বিসিবির চুক্তি হয়েছে ২০২০ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা দলের সাবেক পেস বোলিং কোচ, ল্যাঙ্গাভেন্ট পূর্ণ মেয়াদে কাজ করলেও, ভেট্টোরির সঙ্গে চুক্তি হয়েছে ১০০ দিনের। নভেম্বরে ভারত সফরের আগে কাজ শুরু করবেন আইপিএলে কোহলি-ডি ভিলিয়ার্সদের দীর্ঘ সময় দীক্ষা দেয়া ভেট্টোরি। প্রতিদিন তার বেতন ধরা হয়েছে ২০০০ মার্কিন ডলার। তবে এখনই হেড কোচ নিয়োগ দিচ্ছে না বিসিবি। অ্যান্ডি ফ্লাওয়ার আসছেন না নিশ্চিত। হাথুরুর বিষয়টি উড়িয়ে দেন নি, নিশ্চিতও করেন নি বোর্ড সভাপতি। কোচ ছাড়াও বিসিবি নির্বাচক প্যানেলের পরিবর্তন আসবে কিনা এ নিয়ে কথা হয়েছে বেশ। কিছু গণমাধ্যম প্রধান নির্বাচক নান্নুর বিদায়টাও দেখে ফেলেছিলেন। তবে বোর্ড প্রধানের আস্থা অর্জন করেছেন নান্নু-বাশার জুটি। আরও দু'বছরের জন্য তাদেরও চুক্তি বাড়ানো হয়েছে। এদিকে ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির কাজেও সন্তুষ্ট বোর্ড। বাড়ানো হয়েছে চুক্তি,। একই সঙ্গে সীমিত ওভারের পাশাপাশি টেস্টেও তার সার্ভিস নেয়া যায় কি না এ বিষয়েও হচ্ছে আলোচনা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply