Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাড়ির পাশেই লার্ভা পুষছেন অসচেতন রাজধানীবাসী




বাড়ির পাশেই লার্ভা পুষছেন অসচেতন রাজধানীবাসী সব রেকর্ড ছাপিয়েছে ডেঙ্গু, তবু ঘুম ভাঙ্গেনি রাজধানীবাসীর। অভিজাত এলাকায় ঘুরে দেখা যায় বাড়ির আশপাশে এখনো এডিসের বংশ বৃদ্ধির সহায়ক পরিবেশ। নিজেদের সীমাবদ্ধতা মেনে নিয়ে সাধারণ মানুষের সহায়তা চাইলো সিটি করপোরেশন। এদিকে, রোগীর চাপ সামলাতে হিমশিম খাওয়া হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সর্বস্তরে সচেতনতা তৈরি না হলে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। এ যেন হ্যাচারিতে করে রেনুপোনা উৎপাদনের মতো এডিসের লার্ভা চাষ। কয়েক'শ গজ সামনে ন্যাম ভবন। কয়েকদিন আগে সিটি করপোরেশন সতর্ক করে দিলেও দৃশ্যপট বদলায়নি এতটুকু। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য মতে, পুরো মশক নিধনে ফগার মেশিনের সংখ্যা ৩শ ৮টি আর মশক কর্মী ৪শ ২৯ জন। অন্যদিকে উত্তরে ৩শ ২২টি ফগারের বিপরীতে মশক কর্মী আড়াইশো জন। এই সীমাবদ্ধতায় আড়াই কোটির ঢাকায় নিজেদের অসহায় বলছে সিটি করপোরেশন। ডিএসসিসি-র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন বলেন, আমি স্বীকার করছি যে অভিযোগ আছে সমস্ত জায়গায় আমাদের লোকজন যেতে পারে না, কিন্তু এই অবস্থা যদি প্রত্যেকটা জায়গায় থাকে তাহলে আমার কর্মীরা ওষুধ দিলেও আমি জানি না কতটুকু উন্নতি হবে। নগরজুড়ে এমন লার্ভার আধারের প্রভাব পড়ছে হাসপাতালগুলোতে। শয্যা সংকট চরমে আবার সরকারি হাসপাতালগুলোতে ঠাঁই হচ্ছে বারান্দায় আর মেঝেতে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বাহক মশার বিস্তার নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি হবে আরো ভয়াবহ। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া বলেন, এডিস মশার বংশ বিস্তার কন্ট্রোল হলো সিটি করপোরেশনের দায়িত্ব, আর প্রিভেনশন-প্রোটেকশানের দায়িত্ব জনগণের। অতএব এর জন্য দরকার সমন্বিত উদ্যোগ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply