Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » `মোটা মেয়েরা স্বর্গে যাবে না` বলায় একী ঘটালেন তরুণী!




`মোটা মেয়েরা স্বর্গে যাবে না` বলায় একী ঘটালেন তরুণী! কথায় বলে, পাগলকে পাগল বলতে নেই। বললেই নাকী কুরুক্ষেত্র শুরু হয়। সম্প্রতি অনেকটা তেমনই এক ঘটনা ঘটলো দক্ষিণ আমেরিকার দেশ

। ফাদারের কথা শুনে এক স্থূলকায় তরুণী যা করলেন তাতে চমকে ওঠেন উপস্থিত সকলেই। সেই ভিডিও ভাইরাল হলে হৈচৈ পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ব্রাজিলের সাও পাওলোয় ক্যাথলিক কমিউনিটি অব ক্যানকাও নোভা গীর্জায় প্রতি সপ্তাহের রোববার প্রার্থনার পর উপস্থিত জনতার উদ্দেশ্যে ধর্মীয় ও আধ্যাত্মিক নানা উপদেশ দিয়ে থাকেন ফাদার। গত ১৪ জুলাই তেমনই এক সভায় নিজের চিন্তাভাবনা তুলে ধরছিলেন ফাদার মার্সেলো রোসি। ব্রাজিলের অত্যন্ত জনপ্রিয় এ ফাদারের উপদেশ শুনতে ভিড় জমিয়েছিলেন রোমান ক্যাথলিক সম্প্রদায়ের হাজারো মানুষ। ব্রাজিলের অধিকাংশ নাগরিকই এই সম্প্রদায়ভুক্ত। রোববার বিকেল ৩টার সেই সভায় নানা উপদেশ দেওয়ার এক পর্যায়েই ফাদার বলেন, ‘স্থূল তথা মোটা নারীরা কখনও স্বর্গে যেতে পারবেন না।’ আর এই কথা শুনেই মেজাজ হারান সেখানে উপস্থিত এক স্থূল যুবতী। ফাদারের এ কথা শোনার পরই ভিড়ের মধ্যে থেকে ছুটে আসেন তিনি। তার পর সোজা মঞ্চে উঠে পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেন ফাদারকে। ধাক্কা খেয়ে মুখ থুবড়ে মাটিতে গিয়ে পড়েন ফাদার। ঘটনার আকস্মিকতায় চমকে কিংকর্তব্যবিমুঢ় হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৫০ হাজার মানুষ। রাগের মাথায় একী করলেন মেয়েটা! প্রত্যেকেরই মাথায় হাত। নিজেকে সামলে নিয়ে ফাদার মেঝে থেকে উঠে বলেন, ‘আমি ঠিক আছি। সামান্য ব্যথা পেয়েছি। এটা খুব স্বাভাবিক। কিছু ভাঙেনি।’ এদ
িকে গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন ঘটনায় প্রত্যেকেই স্তম্ভিত। তবে এর পর আর কোনো বিতর্কিত মন্তব্য করেননি ফাদার রোসি। পরে ৩২ বছর বয়সী ওই যুবতীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বন্ধু জানান, মানসিক অবস্থা ঠিক না থাকার কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন ওই যুবতী। তবে ফাদার কোনো অভিযোগ না জানানোয় পরে যুবতীকে ছেড়ে দিয়েছে পুলিশ। অন্যদিকে চিকিৎসার পর ফাদার রোসি আপাতত সুস্থ বলেই জানা গেছে। তবে নেটদুনিয়ায় এখনও রয়ে গেছে ঘটনার রেশ






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply