জনসনের ব্রেক্সিট পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইউরোপিয়ান ইউনিয়ন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্টে দেয়া প্রথম ভাষণে প্রস্তাবিত ব্রেক্সিট পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইউরোপিয়ান ইউনিয়ন।
ইইউ’র প্রধান ব্রেক্সিট আলোচক মিশেল বার্নিয়ার আয়ারল্যান্ডের ব্যাক স্টপ নিশ্চয়তা প্রত্যাহারে বরিস জনসনের বক্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন। একই বিষয়ে বরিস ইইউ কমিশন প্রেসিডেন্ট জ্যাঁ ক্লদঁ জাংকারের সঙ্গেও টেলিফোন আলাপ করেন।
জাংকার ইতোমধ্যে ব্রিটেনের বেরিয়ে যাবার গ্রহণযোগ্য সবগুলো বিষয় আগেই আলোচনা হয়েছে বলে বরিসকে জানিয়েছেন। তবে ব্রিটেন চাইলে নতুন করে আগামী সপ্তাহগুলোতে আলোচনা বসতে রাজি আছেন ইইউ প্রেসিডেন্ট জাংকার।
Tag: world
No comments: