শারীরিক সর্ম্পকে রাজি না হওয়ায় গলাটিপে হত্যা
বরিশালে একটি যাত্রীবাহী লঞ্চের কেবিনে আখি আক্তার নামে এক নারীকে হত্যার ঘটনায় এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল রোববার রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকা থেকে সুমন নামের এই যুবককে আটক করা হয়। সে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সজিব জানান, এক সন্তানের জননী পোশাক কারখানার কর্মী আখি আক্তারের (২৮) সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাজধানীর সদরঘাট এলাকার ফল বিক্রেতা সুমনের (৩২)। সুমন নিজেও এক সন্তানের জনক। তবে তারা উভয়-ই তাদের বিয়ের কথা গোপন রাখে।
গেল শুক্রবার সন্ধ্যায় বরিশালের উদ্দেশ্যে সদরঘাট থেকে সুরভী-৮ লঞ্চের স্টাফ কেবিনে ওঠে আখি ও সুমন। গভীর রাতে সুমন আখির সাথে শারীরিক সম্পর্ক গড়তে চাইলে আখি বাধা দেয় এবং চিৎকার দেয়। এসময় সুমন তাকে গলা টিপে হত্যা করে।
শনিবার ভোরে লঞ্চ বরিশালঘাটে পৌঁছলে ঘাতক সুমন পালিয়ে গিয়ে গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায় আত্মগোপনে থাকে। গোপন খবরের ভিত্তিতে সেখান থেকেই তাকে আটক করে র্যাব।
Tag: others
No comments: