নেইমারকে দলে পেতে এবার নতুন প্রস্তাব দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা
। পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো সঙ্গে দু'জন ফুটবলারকে দেয়ার প্রস্তাব দিয়েছে বার্সা।
জার্মানির একটি গণমাধ্যম দাবি করেছে এমনটি। তাদের মতে, ফরাসী ক্লাবটিকে ছয়জন ফুটবলারের একটি তালিকা দিয়েছে কাতালানরা। যেখানে আছেন ফিলিপে কৌতিনিয়ো, ডেম্বেলে, ইভান র্যাকিটিচ, নেলসন সেমেদো ও ম্যালকমের নাম। এখান থেকে যেকোনো দুইজনকে বেছে নিতে পারবে প্যারিস সেইন্ট জার্মেই।
২০১৭ সালে বিশ্বরেকর্ড ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা থেকে পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফরাসি ক্লাবটি চাচ্ছে ২০০ মিলিয়নের বেশি দামেই ২৭ বছর বয়সী এই তারকাকে ছাড়তে। অন্যদিকে বার্সায় যোগ দিতে মরিয়া হয়ে উঠেছেন নেইমারও। তবে দু'পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় বেশ বিপাকেই আছেন ব্রাজিলিয়ান তারকা।
Tag: Advertisement games
No comments: