ব্যাকস্টপ' বাদ দিয়েই ব্রেক্সিট চুক্তি হতে হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রেক্সিট চুক্তি থেকে 'ব্যাকস্টপ' বা আইরিশ সীমান্তে কড়াকড়ি আরোপের বিষয়টি আবারও পুরোপুরি বাদ দেয়ার দাবি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একইসঙ্গে, নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়ন ব্রিটেনকে আবারও পুনরুজ্জীবিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো লন্ডনের বাইরে দেয়া এক বক্তব্যে এ কথা জানান বরিস।
শনিবার (২৭ জুলাই) ম্যানচেস্টার সফরে গিয়ে তিনি বলেন, ব্রিটেন চুক্তিহীন ব্রেক্সিটের জন্য প্রস্তুত থাকলেও, তার সরকার চায় চুক্তির মধ্য দিয়েই ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে। ব্রেক্সিট চুক্তি সইয়ে ইইউ'র সঙ্গে নতুন করে সমঝোতার উদ্যোগ নেয়া হবে বলেও জানান ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। তবে, সেক্ষেত্রে অবশ্যই 'ব্যাকস্টপ' বাদ দিয়ে চুক্তি হতে হবে বলে উল্লেখ করেন বরিস।
ব্রেক্সিট পরবর্তী সময়ে আইরিশ সীমান্তে কঠোরতা আরোপ ঠেকাতে খসড়া ব্রেক্সিট চুক্তিতে ব্যাকস্টপের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে'র সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছায় ইইউ। ব্যাকস্টপের শর্ত অনুযায়ী, ইইউ ত্যাগের পর আইরিশ সীমান্তে কড়াকড়ি আরোপ এড়াতে, জোটের সঙ্গে বিকল্প চুক্তি না হওয়া পর্যন্ত ইউরোপীয় কাস্টমস ইউনিয়নে থাকতে পারবে ব্রিটেন।
Tag: world
No comments: