লোকসানের মুখে ময়মনসিংহের জেলেরা
ঈদের পর এখনো জমেনি ময়মনসিংহের মাছের বাজার। বাজারে পাইকার তেমন না আসায় দাম অনেক কমে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন জেলেরা। অন্যদিকে মাছের আমদানিও কমেছে।
ঈদের আগের তুলনায় কেজি প্রতি মাছের দাম কমেছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। মাছের দাম কমে যাওয়ায় হতাশ চাষিরা। তারা বলেন, পাইকার না থাকায় মাছ বিক্রি করতে পারেন নি তারা। কাল যে মাছ ৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে আজ তা ৬০/৭০ টাকায় নেমে এসেছে।
এদিকে ব্যবসায়ীরা বলছেন হাট-বাজার তেমন না জমার কারণে কম দামে মাছ কিনেও বিক্রি করতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
ঈদের আগে এই পাইকারী বাজারে যেখানে ৪০ থেকে ৫০ লাখ টাকার মাছ বেচাকেনা হতো, এখন তা নেমে এসেছে ১০ থেকে ১৫ লাখে।
Tag: Zilla News
No comments: