জাম্পাকে তিরস্কার করল আইসিসি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় অ্যাডাম জাম্পাকে তিরস্কার করেছে আইসিসি। শুক্রবার অজি লেগস্পিনারকে ভর্ৎসনা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
আইসিসির আচরণবিধির ২.৩ ধারা ভঙ্গ করায় জাম্পাকে তিরস্কার করা হয়। একইসঙ্গে তার ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।
ঘটনা বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ২৯তম ওভারের শেষে। ওভার শেষে আম্পায়ারদের উদ্দেশ্য করে আপত্তিজনক কিছু একটা বলেছিলেন জাম্পা।
শুক্রবার বিবৃতিতে আইসিসি জানায়, ‘জাম্পা দোষ স্বীকার করেছেন এবং আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো আরোপিত শাস্তি মাথা পেতে নিয়েছেন। যে কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।’
হাই-ভোল্টেজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের দ্বাদশ আসরে টানা দুই ম্যাচ জেতা অস্ট্রেলিয়া নিজেদের তৃতীয় ম্যাচে রোববার ভারতের মুখোমুখি হবে। তার একদিন পর সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
Tag: others
No comments: