বিশ্ব ক্রিকেটের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচ। মাঠের সাফল্যে বার্তাটা সবাইকে দিতে পেরেছেন মাশরাফিরা। ইংল্যান্ড থেকে ফিরে নিজের অভিজ্ঞতার জানাতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা বলেন।
সাকিব আল হাসানের যে ফর্ম এখন, তাতে তাঁর এ আসরের সেরা ক্রিকেটার হওয়া উচিত বলে মনে করেন বিসিবি সভাপতি। তিনি বিষয়টি বলেছেনও সাকিবকে। এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘সে আমাকে কথা দিয়েছে সে সত্যিই খুব সিরিয়াস।’
আশার ফানুস ওড়ানো ম্যাচ। যেখানে বিশ্বকাপের বরাবরের ফেভারিট দক্ষিণ আফ্রিকার পতন। তার ভস্মের ওপর দাঁড়িয়ে নতুন স্বপ্নের সিঁড়িতে পা সাকিব-মুশফিকের।
পরের ম্যাচে সেই স্বপ্ন দীর্ঘশ্বাস হয়ে আছড়ে পড়েছে ওভালে। কিন্তু স্বপ্ন তো কখনো থামার নয়। এই দুই ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নতুন ব্র্যান্ডের বাংলাদেশের ক্রিকেট। যেখানে সামনে থেকে ব্যাটে-বলে নেতৃত্ব দিচ্ছেন সাকিব।
বিসিবি সভাপতি দেশে সাংবাদিকদের বলেন, ‘অন্যান্য যেকোনো বারের চেয়ে এবারের ওয়ার্ল্ডকাপের টিমটা অনেক ব্যালান্সড। তাদের সামর্থ্য আছে, আত্মবিশ্বাসও আছে। সেটা আমরা বলছিলাম। কিন্তু এখন ওখানে গিয়ে যেটা দেখছি যে প্রত্যেকটা দেশই একটা কথা বলছে এটা একটা নতুন বাংলাদেশ মনে হচ্ছে ওদের কাছে। দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে এতে কোনো সন্দেহ নেই।’
নাজমুল হাসান বলেন, ‘আমি ওদের (ক্রিকেটার) ডিনারের দাওয়াত দিয়েছিলাম। আমি স্পেসিফিকলি সাকিবকে বলেছি ওর যে ফর্ম, যে খেলা আমি দেখছি তাতে ওর এই টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়া উচিত। এই সুযোগটা আছে। এখন এটা যাতে কাজে লাগায় সেজন্য সে যেন একটু মনোনিবেশ করে। সে আমাকে কথা দিয়েছে সে সত্যিই খুব সিরিয়াস।’
আসর শুরুর আগে বড় যে দলগুলোকে হারানোর পরিকল্পনা নিয়ে বিশ্বকাপে গেছে বাংলাদেশ, তার তালিকায় আছে ইংল্যান্ড। কাজটা কঠিন। অসম্ভব নয়। নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়াতেই একাদশে পরিবর্তন হওয়ার কোন কারন দেখছেন না বিসিবি সভাপতি।
নাজমুল হাসান বলেন, ‘নাজমুল হাসান পাপন ইংল্যান্ডের সাথে আমার ধারণা পরিবর্তন হবে না। কারণ একটা ম্যাচ হেরেই যদি পরিবর্তন করে তাহলে টিমের জন্য রং সিগন্যাল।’
ওয়েলশ থেকে ফিরেছেন গতকাল বৃহস্পতিবার রাতে। ভেবেছিলেন আরো পরে দলের খেলা দেখতে ইংল্যান্ড যাবেন। কিন্তু তামিম ও মাশরাফির ফোনে মত বদলেছেন। শ্রীলঙ্কা ম্যাচে আগেই আবার উড়াল দেবেন ইংল্যান্ড পানে
‘সাকিব কথা দিয়েছে, সে সত্যিই খুব সিরিয়াস’
Tag: others
No comments: