টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে কিছুক্ষণের মধ্যে।
এবারের আসরে ইংলিশদের ফেবারিট হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তারওপর আবার ঘরের মাঠ। যদিও জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করা ইংল্যান্ড সবশেষ ম্যাচে হেরেছে পাকিস্তানের বিপক্ষে। অপরদিকে আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে বাংলাদেশও শক্তি বুঝিয়ে দিয়েছে।
দুই দল এ পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে। যারমধ্যে ইংল্যান্ড জিতেছে ১৬টি ম্যাচ। বাকি চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ। তবে মজার বিষয় হলো বাংলাদেশের চারটি জয়ের দুটিই এসেছে বিশ্বকাপে। সে হিসেবে এখন বিশ্বকাপে তিন বারের দেখায় দুইবারই হেরেছে ইংল্যান্ড। সবশেষ দুই আসরেই জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালেতো ইংলিশদের বিদায় করেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সুখস্মৃতি মনে করতে গেলে ইংলিশদের যেতে হবে ২০০৭ সালে। সেবারের দেখায় হেরে গিয়েছিল বাংলাদেশ।
মাশরাফিদের পক্ষে থাকছে আরো একটি ইতিহাস। এই ম্যচের ভেন্যু কার্ডিফের সোফিয়া গার্ডেন। এখানে কখনো হারেনি বাংলাদেশ। ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে এবং ২০১৭ সালে নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতি আছে এ মাঠে।
Tag: Advertisement games
No comments: