c
ডেমোক্র্যাট সিনেটররা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার উদ্যোগ নিতে পারেন বলে যে খবর প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, যে কাজে দায়িত্বে অবহেলা বা কঠিন অপরাধ হতে পারে তা তার দ্বারা সম্পন্ন হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, শুধুমাত্র গুরুতর অপরাধ ও দায়িত্বে অবহেলা করলে ইমপিচমেন্টের প্রশ্ন আসবে। কিন্তু তিনি কোনো অপরাধ করেননি।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ এবং ট্রাম্পের সঙ্গে মস্কোর সম্ভাব্য গোপন যোগসাজশ নিয়ে ‘রবার্ট মুলার’ তদন্ত প্রতিবেদন প্রকাশের জের ধরে ট্রাম্পকে ইমপিচ করা যায় কিনা তা বর্তমানে খতিয়ে দেখছেন ডেমোক্র্যাট সিনেটররা। সম্প্রতি ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সরকারের সঙ্গে ট্রাম্পের গোপন যোগসাজশের বিষয়টি দুই বছরের তদন্তে প্রমাণ করা যায়নি।
জেরল্ড ন্যাডলার
কিন্তু তা সত্ত্বেও মার্কিন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির প্রধান জেরল্ড ন্যাডলারসহ কোনো কোনো সিনেটর বলছেন, মুলারের প্রতিবেদনেই পরোক্ষভাবে এমন কিছু অভিযোগ এসেছে যা প্রমাণিত হলে ট্রাম্পকে ইমপিচ করা সম্ভব।#
No comments: