বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে গুজরাট সরকারকে। সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তাঁকে থাকার জায়গা এবং সরকারি চাকরিও দিতে হবে। ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় গণধর্ষণের শিকার হয়েছিলেন বিলকিস। তারপর থেকেই অনিশ্চয়তা নিয়ে তাঁর জীবন কাটছে। দিনটা ছিল ২০০২ সালের ৩ মার্চ। আমেদাবাদের কাছে রাধিকাপুর গ্রামে আক্রান্ত হন বিলকিস এবং তাঁর পরিবারের সদস্যরা। বিলকিসের তিন বছরের মেয়ে সহ ১৪ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় সেদিন। কিন্তু কোনও ভাবে প্রাণে বেঁচে যান বিলকিস। তবে অন্তঃসত্ত্বা হওয়া সত্বেও তাকে ধর্ষণের শিকার হতে হয়।
বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
Tag: Advertisement
No comments: