জায়ানের বাবার সর্বশেষ অবস্থা জানালেন শেখ সেলিম
নাতি জায়ান চৌধুরী নিহত হবার পর প্রথমবারের জন্য বাসার বাইরে বেরিয়ে জানাজার জন্য নির্ধারিত বনানীস্থ চেয়ারম্যান বাড়ি মাঠ পরিদর্শন করেছেন শেখ ফজলুল করিম সেলিম। পরিদর্শনকালে তিনি জানাজা অনুষ্ঠান সুষ্ঠু ও শৃঙ্খালার মধ্যদিয়ে শেষ করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন। আহত জামাতার সর্বশেষ অবস্থাও জানান তিনি।
মাঠে প্রবেশ করে শেখ সেলিম জায়ানের মরদেহ রাখার জন্য নির্ধারিত স্থানে যান। সেখানে পূর্বপরিকল্পিত ১৬ বাই ১২ ফুট মঞ্চের পরিবর্তে ১৮ বাই ১২ ফুট করার নির্দেশ দেন। সেই সঙ্গে মঞ্চ ২ ফুট পর্যন্ত উঁচু করে তা কালো কাপড় দিয়ে ঢেকে ফেলার নির্দেশ দেন তিনি।
আনুষ্ঠানিক ভাবে সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা না বললেও অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি জামাতা মশিউল হক চৌধুরীর শারীরিক অবস্থান সর্বশেষ অবস্থান জানান।
শেখ সেলিম বলেন: বোমা হামলায় আহতের পর ওই দিন (রোববার) সন্ধ্যায় জায়ানের বাবার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। গতকাল তার হাসপাতাল পরিবর্তন করে জায়ানকে যে হাসপাতালে রাখা হয়েছিলো সে হাসপাতালে নিয়ে আসা হয়। এখন সে আইসিইইয়ে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছে।
মশিউল শঙ্কামুক্ত কিনা জানতে চাইলে তিনি বলেন: এখন পর্যন্ত তার শরীরে ৪ লিটার রক্ত দেওয়া হয়েছে। পেটের ভেতর বোমার স্প্লিনটার রয়ে গেছে। তবে আশার কথা হচ্ছে ১২ ঘণ্টা পর আজ সকালে সে কথা বলেছে।
শঙ্কামুক্ত না বললেও মশিউলের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে এসময় জানান শেখ সেলিম৷
No comments: