পাবনায় পুলিশ হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
পাবনায় চাঞ্চল্যকর তিন পুলিশ হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২ জন এখনো পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২০ জুলাই পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া এলাকায় অভিযানকালে চরমপন্থীদের গুলিতে নিহত হন ঢালার চর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ আলী ও কনস্টেবল সফিকুল ইসলাম।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া পুলিশ কনস্টেবল রশিদুল ইসলাম বাদী হয়ে পরদিন ১৫ জনকে আসামি করে বেড়া থানায় একটি মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ ৮ জনকে যাবজ্জীবন এবং ৩ জনকে বেকসুর খালাস দেন আদালত। বাকি ৪ জন মামলা চলাকালে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
Tag: others
No comments: