বিশ্বকাপে ভারতের একমাত্র প্রতিনিধি বিতর্কিত এই আম্পায়ার
আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন আইপিএলে বিতর্কে মুখে পড়া সুন্দরম রবি। বিশ্বকাপে তিনিই একমাত্র ভারতীয় আম্পায়ার হতে চলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩ টি টেস্ট, ৪২টি ওয়ানডে এবং ১৮টি টি–২০ ম্যাচ খেলানোর অভিজ্ঞতা রয়েছে এস রবির। তবে সম্প্রতি আইপিএলে ‘নো বল’ বিতর্কে জড়িয়েছিলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে মুম্বইয়ের বোলার লাসিথ মালিঙ্গার একটি বল ‘নো’ হওয়া সত্ত্বেও ‘নো’ ডাকেননি রবি। পরে ম্যাচ হেরে আম্পায়ারকে দোষারোপও করেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। এই বিতর্কে জল অনেকটাই গড়িয়েছিল। তবে শেষপর্যন্ত তাতে বিশ্বকাপে আম্পায়ারিং আটকাল না এস রবির। আইসিসি–র প্রকাশিত ২২ জনের তালিকায় রয়েছে তাঁর নাম। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কর্তৃক প্রকাশিত তালিকায় মোট ১৬ জন আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারির নাম রয়েছে।
Tag: games
No comments: