নরসিংদীর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
নরসিংদীর শিবপুরে চাঞ্চল্যকর ৪ বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত রায়হান মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত রায়হান শিবপুর উপজেলার আব্দুল বাছেদ মিয়ার ছেলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে ঢাকার উত্তরা থেকে অভিযান চালিকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিকভাবে অভিযুক্ত মুদি দোকানি রায়হান তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার বিকেলে নরসিংদী প্রেস ক্লাবে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এর আগে শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের সফরিয়া এলাকায় অভিযুক্তের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটির দাদার দায়ের করা মামলায় বলা হয়, অভিযুক্ত মুদি দোকানি রায়হান তার প্রতিবেশী ওই শিশুটিকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করে। ওই সময় শিশুটি চিৎকার করলে আশপাশের বাড়ির এগিয়ে আসলে রায়হান পালিয়ে যায়। পরে শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সকালে শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে, চিকিৎসা সম্পন্ন করে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত রায়হান পলাতক ছিলেন।
Tag: Zilla News
No comments: