হামলার তথ্য গোপন করেছিলো গোয়েন্দা সংস্থা: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
শ্রীলঙ্কায় সিরিজ হামলার সতর্কতামূলক তথ্য গোপন করেছিলো গোয়েন্দা সংস্থা। যার ফলে আগে থেকেই কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। এমন দাবি করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট হওয়া সত্বেও তার কাছে প্রতিবেশি দেশ থেকে দেয়া নিরাপত্তা সংক্রান্ত সতর্কতামূলক তথ্য গোপন রাখা হয়। এর ফলে নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার সুযোগ ছিলো না প্রেসিডেন্টের। ঘটনার জন্য বিক্রমাসিংহে সরকার দায়ী, এমন ইঙ্গিত দিয়ে সিরিসেনা বলেন প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই ভয়াবহতা এড়ানো যেতো।
এদিকে, শ্রীলঙ্কা সরকারের অভিযোগ উড়িয়ে দিয়েছেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। তার দাবি, ক্রাইস্টচার্চ হামলার সাথে শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার কোনো সম্পৃক্ততা নেই। মঙ্গলবার কলম্বো দাবি করে, ক্রাইস্টচার্চে মসজিদে হামলার প্রতিশোধেই শ্রীলঙ্কায় হামলা চালানো হয়েছে।
Tag: world
No comments: