ম্যানচেস্টার ডার্বির আগে ম্যানইউকে ক্লপের উপহাস!
প্রিমিয়ার লিগের শেষ কয়েকটা ম্যাচে অপেক্ষা করছে সাসপেন্স থ্রিলারের উত্তেজনা। তার মধ্যেই বুধবার রাতে ম্যানচেস্টার ডার্বি। যে ম্যাচ লাল ম্যানচেস্টার জিতলে বেশ সুবিধাই হয় লিভারপুলের। কিন্তু রোববার এভার্টনের কাছেই চার গোল হজম করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই লিভারপুল যে খুব ভরসা করতে পারছে না ইউনাইটেডের উপর, তা ব্যঙ্গের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
এই মুহূর্তে লিভারপুলের ৩৫ ম্যাচে ৮৮ পয়েন্ট। ম্যানচেস্টার সিটির ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট। ম্যানচেস্টার ডার্বি যদি ওলে গানার সোলশেয়ারের দল জেতে তা হলে সুবিধা হয় লিভারপুলের। কারণ পেপ গার্দিওলার সিটি জিতে গেলে সেই লিভারপুলকে টপকেই যাবে তারা।
রোববার কার্ডিফকে হারানোর পর সে জন্যই ক্লপকে প্রশ্ন করা হয়েছিল, আপনি নিশ্চয়ই ইউনাইটেডের জয় চাইবেন? এই প্রশ্নের জবাবে ইউনাইটেডকে চূড়ান্ত ব্যঙ্গ করেন ক্লপ। লিভারপুল কোচের কথায়, ‘ম্যানচেস্টার ডার্বির উপর আমরা কোনও প্রভাব ফেলতে পারব না। আর এখন দেখে যা মনে হচ্ছে, ইউনাইটেডও প্রভাব ফেলার জায়গায় নেই।’
তিনি ইঙ্গিত করেছেন, এভার্টনের কাছে ইউনাইটেডের চার গোল হজম করাকে। শুধু এটুকুতেই না থেমে ক্লপ টিভি সঞ্চালককে মজা করে জিজ্ঞাসা করেন, ‘ইউনাইটেড ম্যাচের স্কোরটা যেন কী? এভার্টনের পক্ষে ৩-০ না ৪-০?’
লিগে লিভারপুলের আর বাকি তিন ম্যাচ– হাডার্সফিল্ড (হোম), নিউক্যাসল (অ্যাওয়ে) এবং উলভারহ্যাম্পটন (হোম)। সিটির শেষ চার ম্যাচে প্রতিপক্ষ ইউনাইটেড (অ্যাওয়ে), বার্নলে (অ্যাওয়ে), লেস্টার (হোম) এবং ব্রাইটন (অ্যাওয়ে)। তুলনায় লিভারপুলেরই সহজ ম্যাচ বাকি। তবে প্রিমিয়ার লিগে ‘দুর্ঘটনা’ তো ঘটতে পারে যেকোনও সময়। ক্লপ বা গার্দিওলার টেনশনও তাই মাত্রাছাড়া।
No comments: