কিশোরগঞ্জের ভৈরবে বেকারি ও আইসক্রিম কারখানাকে জরিমানা
ভৈরবে বেবি বেকারি ও জেএল ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি আইসক্রিম তৈরির কারখানাকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মোড়কজাতকরণ বিধি না মেনে খাদ্যপণ্য বাজারজাত করার দায়ে ভৈরব বাজারের বঙ্গবন্ধু সরণির বেবি বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ক্ষতিকর দ্রব্য জিংক অক্সাইড (যা দেয়ালের চুনকালি করতে ব্যবহার করা হয়), ঘনচিনি ও রং মিশিয়ে আইসক্রিম তৈরি ও বিক্রির দায়ে শহরের স্টেডিয়ামপাড়া এলাকার জেএল ফুড অ্যান্ড বেভারেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন। বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে তিনি জানিয়েছেন। জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম উপস্থিত ছিলেন।
Tag: Zilla News
No comments: