Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ইংল্যান্ডে ভাল করতে হলে তিনশো রান টপকানোর মানসিকতা থাকতে হবে: তামিম




ইংল্যান্ডে ভাল করতে হলে তিনশো রান টপকানো বা প্রতিপক্ষকে ৩০০'র বেশি লক্ষ্য দেয়ার মানসিকতা থাকতে হবে। নিজেদের পরিকল্পনা সঠিক বাস্তবায়ন হলে বিশ্বকাপে ইতিবাচক কিছু করা সম্ভব। এমনটা জানিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। শুধু গতি নয়, ভাল জায়গায় বল করলে যেকোনো ব্যাটসম্যানকে আটকে রাখা সম্ভব বলে মনে করেন তিনি। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে ক্রিকেটারদের প্রয়োজনে বিশ্রাম দেয়ার পক্ষে এই ড্যাশিং ওপেনার। বিশ্বকাপ ক্যাম্পের তৃতীয় দিন। প্রিমিয়ার লিগ শেষ হয়েছে ঠিকই, তবে রোডস আর ওয়ালশের ক্লাসে ছাত্র পাঁচ ক্রিকেটার। প্রিমিয়ার লিগে টানা ম্যাচের মধ্যে থাকা ক্রিকেটাররা ছুটি কাটিয়ে যোগ দেবেন বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পে। এদিনও শুরুটা যথারীতি নিয়ম মেনে। প্রথমে জিমে ঝাম ঝরালেন টাইগাররা। মুশফিক মাহমুদুল্লাহকে পাওয়া গেলো ইনডোরের নেটে। পরে অবশ্য যোগ দিলেন তামিম। মূল মাঠে কিছুটা ম্যাচের আবহে অনুশীলন করলেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ। গ্রাউন্ডস ম্যান আর বল বয়দের দিয়ে সাজালেন ফিল্ডিং। ম্যাকেনজি আর রোডসের নেতৃত্বে নিজেদের ঝালিয়ে নিলেন লম্বা সময়। ইংল্যান্ডের উইকেটে ৩০০ রানও নিরাপদ নয়। তা মাথায় রেখে অনুশীলন করছেন ক্রিকেটাররা। বিষয়টা কিছুটা ভাবনার হলেও তামিমের বিশ্বাস পরিকল্পনা বাস্তবায়ন হলে ইতিবাচক কিছু সম্ভব। মোস্তাফিজ রুবেল এদিন শুরুতে সময় দিলেন ফিল্ডিং অনুশীলনে। ফিল্ডিং কোচ রায়ান কুকের অধীনে ঝালিয়ে নিলেন নিজেদের খুঁটিনাটি। পরে অবশ্য ব্যাটিংও করেছেন দুই বোলার। তবে বোলিংটা নিয়ে চিন্তা থেকে গেছে। ১৪০ কিলোমিটার কিংবা তার বেশি গতির বোলার নেই টাইগার শিবিরে। তবে তামিম লিটনদের মোকাবিলা করতে হবে এমন বোলিং। তামিমের বিশ্বাস গতিতে না হলেও টেকনিকে প্রতিপক্ষকে আটকাবে টাইগার বোলাররা। বিশ্বকাপ ভাবনার আগে আয়ারল্যান্ড সফর নিয়ে মনযোগী তামিম। সেরা ক্রিকেট খেলে ইংল্যান্ডের জন্য পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে যেতে চান এই দেশ সেরা ব্যাটসম্যান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply