গুলেনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তুরস্কে আরো ১১৫ সেনা আটক
আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের সরকা বিরোধী নেতা আব্দুল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ রক্ষা করার অভিযোগ দেশটির সেনাবাহিনীর আরো ১১৫ সদস্যকে আটক করা হয়েছে। ইস্তাম্বুলের অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে পাঁচ কর্নেলসহ ২১০ সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এসব সেনাকে আটক করা হলো।
তুর্কি পুলিশ ইস্তাম্বুল শহর থেকে ৫৫ জনকে এবং বাকি ৬০ জনকে সারাদেশের বিভিন্ন সেনানিবাস থেকে আটক করে।
২০১৬ সালের জুলাই মাসের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকা এবং আব্দুল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ রক্ষা করার অভিযোগে তুরস্কের সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান এখন দেশটিতে একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। রজব তাইয়্যেব এরদোগান সরকার এখন পর্যন্ত এসব অভিযোগে হাজার হাজার মানুষকে আটক এবং লক্ষাধিক মানুষকে চাকুরিচ্যুত করেছে।
আব্দুল্লাহ গুলেন
তুর্কি সরকার অভিযোগ করছে, আব্দুল্লাহ গুলেন প্রবাসে বসেই তুরস্কের শিক্ষাব্যবস্থা, বিচার বিভাগ ও সেনাবাহিনীসহ দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে প্রভাব বিস্তার করার মাধ্যমে ২০১৬ সালের রক্তাক্ত সেনা অভ্যুত্থান ঘটিয়েছেন। গুলেন অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন।
তুরস্কের বিরোধী দলগুলো অভিযোগ করছে, রজব তাইয়্যেব এরদোগান সরকার নিজের বিরোধী পক্ষগুলোকে দমনের উদ্দেশ্যে ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।#
Tag: world
No comments: