নিরাপত্তা নিশ্চিতে ঐক্যের ডাক দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
শ্রীলঙ্কায় আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কায় আপাতত মসজিদ ও গির্জায় না যেতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন ধর্মীয় নেতারা। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক ঐক্যের ডাক দিয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
একইসঙ্গে সন্দেহভাজন সন্ত্রাসীদের খুঁজতে বাড়ি বাড়ি তল্লাশির নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয় হামলার সঙ্গে জড়িত ১৪০ আইএস জঙ্গিকে ধরতে অভিযান চলছে। হামলায় অভিযুক্ত মূলহোতা জঙ্গি নেতা জারহান হাশিম গত রোববারের হামলায় নিহত হয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট সিরিসেনা।
এ অবস্থায় দেশটি ভ্রমণে মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
Tag: world
No comments: