জাফলংয়ে বেড়াতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিখোঁজ
দেশের অন্যতম পর্যটনকেন্দ্র
উপজেলা গোয়াইনঘাটের জাফলংয়ে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন সিলেট এমসি কলেজের এক শিক্ষার্থী। জাফলং পর্যটন এলাকার পিয়াইন নদীর জিরো পয়েন্টে পানিতে তলিয়ে যান আকিকুর রহমান অনিক (২০) নামের শিক্ষার্থী।
নিখোঁজ অনিক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা ধলা মিয়ার ছেলে এবং সিলেট এমসি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সিলেট আম্বরখানা এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভ্রমণের উদ্দেশ্যে বেশ কয়েকজন বন্ধু মিলে শুক্রবার সকালে তারা জাফলংয়ে আসেন। দুপুর ১২টায় জাফলং পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামেন তারা। এসময় অন্যরা অক্ষত থাকলেও পাওয়া যায়নি অনিককে। রাত নয়টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে তার কোনও সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিল্লোল রায় জানান, জাফলংয়ে বেড়াতে এসে আকিকুর রহমান অনিক নামে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। স্থানীয় ডুবুরিরা উদ্ধারে চেষ্টা করে অনিকের সন্ধান পাননি। এরপর সিলেট নগরী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল গিয়ে কয়েক ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ পর্যটককে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার করতে পারেনি।
থানার অফিসার ইনচার্জ আরও জানান, আলো স্বল্পতার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। তবে শনিবার সকাল থেকে ফের অভিযান চালানো হবে।
No comments: