আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ৩ ম্যাচে নেই নেইমার
নিয়ন:
। যার ফলে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে নেইমারকে পাবে না তাঁর ক্লাব পিএসজি।
গত ৬ মার্চ চলতি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ ১৬-র ম্যাচে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে অভব্য আচরণের কারণে নেইমারকে এহেন শাস্তির নিদান দিল ইউরোপিয়ান ফুটবলের নিয়ামক সংস্থা। চোটের কারণে নেইমার সেই ম্যাচে নামতে পারেননি মাঠে। ভিআইপি বক্সে বসেই ম্যান ইউয়ের বিরুদ্ধে দলের করুণ আত্মসমর্পন চাক্ষুষ করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। প্রথম লেগে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে দুরন্ত প্রত্যাবর্তন করে নেইমারের ক্লাব পিএসজি’কে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে শেষ আটে জায়গা পাকা করে সোল্কজায়রের ম্যান ইউ।
ম্যাচের ইনজুরি সময় ড্যালটের শট পেনাল্টি বক্সে কিমপেম্বের হাতে লাগতেই সমীকরণ বদলে যায় ম্যাচের। ম্যান ইউয়ের আবেদনে সাড়া দিয়ে ভিএআরের সাহায্যে রেড ডেভিলসদের পেনাল্টি পুরস্কৃত করেন রেফারি। স্পট-কিক থেকে স্কোরলাইন ৩-১ করে দলকে শেষ আটে পৌঁছে দেন ম্যান ইউ স্ট্রাইকার রাশফোর্ড।
No comments: