ইরান-পাকিস্তান গ্যাস পাইপ লাইন প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ
পাকিস্তানে ইরানি গ্যাস সরবরাহ প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছে সেদেশের রাজনীতি বিশ্লেষকরা। ইরান, পাকিস্তানকে তাদের জ্বালানি সংকট নিরসনে সহযোগিতার করার লক্ষ্যে 'শান্তির গ্যাস পাইপ লাইন' নামের ওই প্রকল্পের প্রস্তাব দিয়েছিল।
প্রস্তাবকে স্বাগত জানিয়ে পাকিস্তানি রাজনীতি বিশ্লেষকরা ইমরান খানের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, ইরান-পাকিস্তান গ্যাস পাইপ লাইন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ব্যাপারে যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
পাকিস্তানের বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক মুহাম্মাদ আসিফ নূর সেদেশের ডেইলি টাইমসে লেখা এক নিবন্ধে লিখেছেন, ইমরান খানের সাম্প্রতিক ইরান সফরের ফলে দুদেশের মধ্যকার সম্পর্কে উন্নয়ন ঘটেছে। কাজেই দ্বিপক্ষীয় 'শান্তির গ্যাস পাইপ লাইন' প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। ইরানের গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে পাকিস্তানের জ্বালানি সংকট নিরসনের ওপর গুরুত্ব দিয়ে 'দ্য নেশন' পত্রিকাতে নিবন্ধ লিখেছেন অপর রাজনীতি বিশ্লেষক মালেক মুহাম্মাদ আসেফ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ ফয়সাল গতকাল তার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে,গ্যাস লাইন প্রকল্প বাস্তবায়নে ঘনিষ্ট সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
২০১৪ সালে 'শান্তির গ্যাস পাইপ লাইন' প্রকল্পের কাজ হাতে নেয়া হলেও আমেরিকাসহ কোনো কোনো দেশের হস্তক্ষেপের কারণে পুরোপুরি বাস্তবায়িত হয় নি। ইরান চুক্তি অনুযায়ী পাকিস্তান সীমান্ত পর্যন্ত পাইপ লাইন টেনে নিয়েছে। কিন্তু পাকিস্তানের গড়িমসির কারণে ওই প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে পড়েছে।#
Tag: world
No comments: