ধোনির না থাকাই পার্থক্য গড়ে দিল, ম্যাচ জিতে জানালেন রোহিত
চেন্নাই: সানরাইজার্স ম্যাচে ছিলেন না, হারতে হয়েছিল দলকে। মুম্বইয়ের বিরুদ্ধেও জ্বরের কারণে মাঠে নামতে পারলেন না শুক্রবার। রোহিতদের কাছে ৪৬ রানে বড় ব্যবধানে হার স্বীকার করতে হল চেন্নাই সুপার কিংসকে। ধোনিহীন চেন্নাইকে তাদের ডেরায় গিয়ে ছিঁড়ে খেল মালিঙ্গা নেতৃত্বাধীন মুম্বই বোলিং অ্যাটাক। আর ম্যাচ শেষে মুম্বই দলনায়ক রোহিত শর্মা স্বীকার করে নিলেন ধোনির দলে না থাকাটাই এদিনের ম্যাচে তাদের বাড়তি সুবিধে করে দিল।
জ্বরের কারণে শুক্রবার ধোনিকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নেয় চেন্নাই থিঙ্কট্যাঙ্ক। পরিবর্তে দলকে নেতৃত্ব দেন সুরেশ রায়না। চলতি আইপিএলে দু’বার সাক্ষাতেই মুম্বইয়ের কাছে হারতে হল চেন্নাইকে। শুক্রবার ইয়েলো ব্রিগেডের বিরুদ্ধে ৪৬ রানে জয় মুম্বইকে তুলে নিয়ে এল লিগ টেবিলে দু’নম্বরে। আর প্লে-অফ কার্যত নিশ্চিত করে রোহিত ম্যাচ শেষে জানান, ‘ধোনির দলে না থাকা যে কোনও প্রতিপক্ষ দলের কাছেই বাড়তি অক্সিজেন। ধোনির উপস্থিতি দলকে বাড়তি মোটিভেশন জোগায়। রান তাড়া করার ক্ষেত্রে ধোনির অনুপস্থিতি বেশ কঠিন হয়ে দাঁড়ায় দলের জন্য। ধোনির না থাকা আজ প্রতিপদে অনুভব করেছে চেন্নাই।’
পাশাপাশি ৪৮ বলে ৬৭ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা রোহিত জানান এদিন টস হেরে শাপে বর হয়েছে। কারণ হিসেবে মুম্বইকর বলেন, টস জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন তিনি নিজেও। একইসঙ্গে ১৫৫ রানের পুঁজি নিয়েও এমন জয়ে দলের ছেলেদের ভূয়সী প্রশংসা শোনা যায় জাতীয় দলে কোহলির ডেপুটির গলায়।
অন্যদিকে হেরে হতাশ চেন্নাইয়ের স্টপগ্যাপ অধিনায়ক। ব্যাটিং ইউনিট দায়িত্ব নিতে ব্যর্থ বলেই এমন পরাজয়, ম্যাচ শেষে স্বীকার করে নেন রায়না। তাঁর মতে, ‘লক্ষ্যমাত্রা বিরাট না থাকলেও ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ। ২-৩ ওভার ব্যবধানে আমরা নিয়মিত উইকেট খুঁইয়েছি। যার খেসারত আমাদের দিতে হয়েছে। টুর্নামেন্টে আমাদের বোলিং সত্যিই দুর্দান্ত হচ্ছে। তবে ব্যাটসম্যানদের সচেতন হওয়া উচিৎ ছিল। পাওয়ার প্লে এবং মাঝের ওভারগুলোতে আমরা প্রচুর উইকেট খুঁইয়ে ফেলেছি। মুম্বই আমাদের সব বিভাগে টেক্কা দিয়েছে।’
চিপকে এদিন প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স (রোহিত ৬৭, লুইস ৩২, পান্ডিয়া ২৩)। জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় চেন্নাই। ৩৭ রানে ৪ উইকেট নেন লাসিথ মালিঙ্গা। ২টি করে উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ।
No comments: