Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কলকাতা ভয়াবহ অগ্নিকাণ্ড: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের একাংশ




ভয়াবহ অগ্নিকাণ্ড: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের একাংশ

: সকালেই ভয়াবহ আগুনের গ্রাসে এক্সাইডের কাছে একটি বহুতল৷ কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা৷ সঙ্গে তীব্র যানজট৷ দমকলের কর্মীরা মাস্ক পরে বহুতলের ভিতরে প্রবেশের চেষ্টা করছেন৷ আগুনের গ্রাসে দীর্ঘক্ষণ থাকার পরে ওই বহুতলের ছাডের কিছু অংশ ভেঙে পড়েছে৷ বড়সড় ফাটল দেখা দিয়েছে দেওয়ালে৷ ভিতরে ধোঁয়ার পরিমাণ বেশি হওয়ায় প্রবেশ সম্ভবপর হচ্ছে না৷ শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে অনুমান৷ ধোঁয়ার জেরে খালি করা হয়েছে পাশের বহুতলগুলিও৷ মাঝেমাঝেই আগুনের লেলিহান শিখা নতুন করে দেখা যাচ্ছে বলে জানা যাচ্ছে৷ পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে জল ছুঁড়ে আগুন নেভানোর চেষ্টা চলছে৷ ছোট ছোট চাঙড় ক্ষতিগ্রস্ত বহুতল থেকে পড়ছে৷ বড় ফাটল দেখা দেওয়ায় আশঙ্কা করা হচ্ছে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে৷ তাই সেই বহুতলের নিচের অংশটি ফাঁকা করা হয়েছে৷ সেখানে কাওকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না৷ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে এই বহুতলটি৷ উল্লেখ্য, শুক্রবার সকালে এক্সাইড মোড়ের একটি বহুতলের চার তলায় ফ্যাশন ডিজাইন ইন্সিটিউট ছিল৷ সেখানেই এসিতে শর্ট সার্কিটের আগুন লেগে থাকতে পারে৷ এই ঘটনায় চৌরঙ্গি রোডে যানজটের সৃষ্টি হয়েছে৷ এজেসি বোস রোডের যানবাহনের গতিও শ্লথ৷ গোটা এলাকাটি দখলে নিয়েছেন দমকল কর্মী এবং পুলিশ৷ কালো ধাঁয়া ক্রমাগত নির্গত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে জনমানসে৷ দমকলের ডিজি জানান, পরিস্থিতি ঠিক আছে৷ কাজের এন্ট্রি পাওয়া গিয়েছে৷ বহুতলের ছাদের একটি অংশ পড়ে গিয়েছে ভেঙে৷ দমকল কর্মীরা কাজ করছে৷ দ্রুতগতিতে আগুন নেভানো সম্ভবপর হবে বলে আশা করা যাচ্ছে৷ ভিতরে কেউ আটকে পড়েছে বলে খবর নেই৷ চার তলার বিল্ডিং তাই ল্যাডারের প্রয়োজন নেই বলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান তিনি৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply