Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অভিজ্ঞ বরুণ ও কিশোর রিয়ানে বাজিমাৎ রাজস্থানের




অভিষেক কোলে: বাগে পেয়েও ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে হারাতে পারল না কলকাতা নাইট রাইডার্স৷ রিয়ান পরাগের মতো উঠতি তারকার কাছে কেকেআরের তারকাখচিত বোলিং লাইনআপ মাথা নত করতেই নাইটদের প্লে-অফের আশা কার্যত অস্তমিত হল ইডেনে৷ ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি৷ নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকা কেকেআর শেষমেশ দীনেশ কার্তিকের অধিনায়কোচিত ইনিংসে ভর করে লড়াই করার রসদ জোগাড় করে নেয়৷ বরুণ অ্যারনের আগ্রাসনে হার মানেন ক্রিস লিন (০), শুভমন গিলরা (১৪)৷ নীতিশ রানা (২১) বিপর্যয় রোধের চেষ্টা করেও সফল হননি৷ আরও পড়ুন: অশ্বিনকে পাল্টা দিয়ে ‘বিরাট’ আগ্রাসনে উত্তাপ ছড়ালেন কোহলি ব্যাটিং অর্ডার বদলেও সুনীল নারিন বড় রান করতে ব্যর্থ৷ ওপেনের পরিবর্তে পাঁচ নম্বরে ব্যাট করতে নামা নারিনকে ১১ রানের মাথায় রানআউট করেন অ্যারন৷ দু’বার জীবনদান পেয়েও আন্দ্রে রাসেল ১৪ রানের বেশি সংগ্রহ করতে পারেননি৷ কার্লোস ব্রাথওয়েট ৫ রান করে আউট হন৷ একা দীনেশ কার্তিক দুরন্ত ব্যাটিং করে নাইটদের ১৭০ রানের গণ্ডি পার করান৷ ব্যক্তিগত শতরানের হাতছানি থাকলেও কার্তিককে থেমে যেতে হয় ৯৭ রানে৷ ৫০ বলের ইনিংসে নাইট দলনায়ক ৭টি চার ও ৯টি ছক্কা মারেন৷ অধিনায়ককে সঙ্গ দিয়ে রিঙ্কু সিং অপরাজিত থাকেন ৩ রান করে৷ বরুণ অ্যারণ ৪ ওভারের কোটায় ২০ রানের বিনিময়ে ২টি মূল্যবান উইকেট নেন৷ সঙ্গে দুরন্ত ফিল্ডিংও করেন৷ জোফ্রা আর্চার উইকেট না পেলেও ৪ ওভারে ২৮ রানের বেশি খরচ করেননি৷ একটি করে উইকেট নিয়েছেন শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট ও অভিষেককারী থমাস৷রিয়ান পরাগ ১ ওভার বল করে উইকেট তুলতে না পারলেও মাত্র ৭ রান দিয়েছেন কেকেআরকে৷ কলকাতা শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে৷ অর্থাৎ জয়ের জন্য রাজস্থানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৭৬৷ ইডেনের পিচ অনুযায়ী কাজটা খুব কঠিন না হলেও একসময় পর পর উইকেট হারিয়ে হারের আতঙ্কে ভুগতে শুরু করে রয়্যালস৷ আরও পড়ুন: কাম ব্যাকে ইডেন কাঁপালেন বরুণ অ্যারন পালটা ব্যাট করতে নেমে রাজস্থান ওপেনিং জুটিতে ৫৩ রান তোলে৷ তবে ইনিংসের ষষ্ঠ ওভারে রাহানে ২১ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরার পরেই ছবিটা বদলে যায়৷ পরের দু’ওভারে রাজস্থান খোয়ায় সঞ্জু স্যামসন (২২) ও স্টিভ স্মিথের (২) উইকেট৷ স্টোকস ১১ রানের বেশি যোগদান রাখতে পারেননি৷ স্টুয়ার্ট বিনিও ১১ রান করে ডাগ আউটের দিকে হাঁটা লাগান৷ ৯৮ রানের মধ্যে অর্ধের ব্যাটিং লাইনআপকে হারিয়ে বসা রাজস্থানকে লড়াইয়ে ফেরান ১৭ বছরের রিয়ান পরাগ৷ অসমের এই কিশোর শ্রেয়স গোপাল ও জোফ্রা আর্চারকে সঙ্গে নিয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন৷ গোপাল ১৮ রান করে উইকেট দিয়ে আসেন৷ ১৯ তম ওভারের পঞ্চম বলে দূর্ভাগ্যজনক হিট উইকেটের শিকার হন পরাগ৷ সাজঘরে ফেরার আগে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন৷ আরও পড়ুন: মেয়েদের মিনি আইপিএলের দল ঘোষিত শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল রাজস্থানের৷ জোফ্রা আর্চার একটি চার ও একটি ছক্কার সাহায্যে দু’বলেই ম্যাচে যবনিকা টেনে দেন৷ আর্চার অপরাজিত থাকেন ১২ বলে ২৭ রান করে৷ রাজস্থান ১৯.২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তুলে ম্যাচ জিতে যায়৷ পীযুশ চাওলা ৩টি ও সুনীল নারিন ২টি উইকেট নিলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি৷ কাম ব্যাক ম্যাচে দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা হন বরুণ অ্যারন৷ এই জয়ের ফলে ১১ ম্যাচে রাজস্থানের পয়েন্ট দাঁড়ায় ৮৷ সমসংখ্যক ম্যাচে কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পয়েন্টস সংখ্যাও ৮৷ তবে রানরেটের হেরফেরে কলকাতা ৬, রাজস্থান ৭ এবং আরসিবি ৮ নম্বরে রয়েছে৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply