ভারতে নির্বাচনের কারণে হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ
পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় লোকসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ।
ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য লোড আনলোডসহ কাস্টমসের সকল কার্যক্রম রয়েছে স্বাভাবিক ।
বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) ভারতের পশ্চিম বঙ্গের হিলি সহ দক্ষিণ দিনাজপুর জেলায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । আর এ কারণে ভারতে সাধারণ ছুটি থাকায় , আজ বন্দর দিয়ে কোন পণ্য রপ্তানি বা আমদানি করতে পাড়বে না মর্মে ভারতীয় ব্যবসায়ীরা এক পত্র মারফত জানিয়েছেন।
তবে আগামীকাল বুধবার সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন অফিসার ইন-চার্জ (ওসি) মো: ফিরোজ কবির জানান, ভারতের নির্বাচনের কোন প্রভাব পড়েনি হিলি ইমিগ্রশেন চেকপোস্ট দিয়ে । প্রতিদিনের মতো আজও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার রয়েছে স্বাভাবিক। তবে অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম।
Tag: Zilla News
No comments: