হামলার আগে বাগদাদীর প্রতি আনুগত্যের শপথ নেয় জঙ্গিরা
শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার তিনদিন পর মঙ্গলবার (২৩ এপ্রিল) দায় স্বীকার করেছে আইএস। সন্ত্রাসী গোষ্ঠীটির মুখপাত্র আল-আমাক এজেন্সির দাবি, স্টার সানডের দিন আত্মঘাতী হামলাকারী প্রত্যেকে আইএসের সদস্য।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরের বলা হয়েছে, হামলার আগে সন্ত্রাসীরা আইএস নেতা আবু বকর আল-বাগদাদীর প্রতি আনুগত্যের শপথ নেয়। শপথ নেয়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে ডেইলি মেইলে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ৮ জন হামলাকারী দাঁড়িয়ে রয়েছে। এর পর তারা একে অন্যের হাত ধরে আনুগত্যের শপথ নেয়।
খবরে বলা হয়, সিরিয়ার খিলাফত ঘোষণার পর থেকে বিগত ৫ বছরে লোকালয়ে কেউ বাগদাদীকে সরাসরি এখন পর্যন্ত দেখতে পায়নি। ইরাক এবং সিরিয়া গড়ে তোলা তাদের তথাকথিত খেলাফত রাষ্ট্র থেকে এরিমধ্যে উৎপাটিত হয়েছে। গত মাসে সিরিয়ায় সর্বশেষ ঘাটি থেকে বিতাড়িত হয়েছে আইএস। তবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া জঙ্গিদের সঙ্গে এখনো যোগাযোগ রক্ষা করে চলছে আইএস।
সিরিয়া ছাড়া অন্য দেশে করা হামলাগুলোর মধ্যে শ্রীলঙ্কার হামলাটিকে সংগঠনটির এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে।
ডেইলি মেইলের খবরে দাবি করা হয়, আবু ওবায়েদা, আবু বারা এবং আবু মুক্তার সাংগ্রি-লা নামে তিনজন সিনামন গ্র্যান্ড এবং কিংসবারি হোটেল হামলা চালায়। এ ছাড়া আবু হামজা, আবু খলিল এবং আবু মুহাম্মদ নামে তিনজন হামলা চালায় কলম্বো, নেগোম্বো এবং বাটি চালোয়ার গির্জাগুলোতে।
আর সপ্তম ব্যক্তি অর্থাৎ আবু আব্দুল্লাহ কলম্বোর পার্শ্ববর্তী এলাকায় তিন পুলিশ অফিসারকে হত্যা করেছে বলে আইএসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের কয়েকটি গির্জা ও বিলাসবহুল হোটেলে চালানো ওই সমন্বিত হামলায় ৩২০ জনেরও বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক।
Tag: world
No comments: