টুইটার প্রধানের সঙ্গে কেন বৈঠক করলেন ট্রাম্প?
সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউসে টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক বিবৃতিতে টুইটার থেকে বলা হয়েছে, আসন্ন ২০২০ সালের মার্কিন সাধারণ নির্বাচনে টুইটারে জনসাধারণের মতামত যাতে সুরক্ষিত থাকে, সেই বিষয়ে আলোচনা হয়েছে ট্রাম্পের সাথে।
এর আগে নিজের প্রতি ‘খুব বৈষম্যমূলক’ আচরণ হওয়ায় টুইটারকে অভিযুক্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
তবে টুইটারের প্রধান ডর্সির সাথে আলোচনার ছবি নিজেই পোস্ট করেন ট্রাম্প। তিনি লিখেছেন, এই বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টুইটারের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এর জবাবে টুইটার প্রধান প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান।
টুইটারের সিইও জানিয়েছেন, টুইটার জনগণের সর্বজনীন কথোপকথনের একটা জায়গা, আমরা এই মিডিয়াতে নাগরিক মতামতের সুরক্ষা এবং সক্রিয় রাখতে কাজ করছি। তবে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে এই বিষয়টি বিশেষভাবে বিবেচিত হবে।
Tag: world
No comments: