মজুরি বৃদ্ধির কথা বলা হলেও বাস্তবে ২৬ শতাংশ কমেছে : টিআইবি
রফতানিকারক ও বিদেশি ক্রেতারা পোশাকখাত থেকে লাভবান হলেও শ্রমিকদের অবহেলা করা হচ্ছে, এমন মন্তব্য করেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
দুপুরে, রাজধানীর মাইডাস সেন্টারে পোশাক খাত নিয়ে, প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
ইফতেখারুজ্জামান জানান, রানা প্লাজায় দুর্ঘটনার পর চাকরি হারানোদের মধ্যে ৫১ শতাংশ শ্রমিক এখনও বেকার। রাজউককে বাইপাস করে যেভাবে রানা প্লাজার অনুমোদন নেয়া হয়েছিলো, এখনো একই প্রক্রিয়া চলছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির মধ্যে রয়েছে শুভঙ্করের ফাঁকি। মজুরি বৃদ্ধির কথা বলা হলেও বাস্তবে ২৬ শতাংশ কমেছে। এসময় তিনি দুর্ঘটনা সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করে, টিআইবি।
No comments: