ব্রেক্সিট নিয়ে আবারও আলোচনা চান থেরেসা
ইস্টারের ছুটি শেষে শিগগিরই ব্রেক্সিট ইস্যু নিয়ে লেবার পার্টির সঙ্গে আবারও সরকার আলোচনায় বসবে বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর থেরেসা মে'র দফতর।
ডাইনিং স্ট্রিট থেকে আরও বলা হয়, এ সপ্তাহেই ব্রেক্সিট সংকটের কার্যকর সমাধান নিয়ে বিরোধী নেতা জেরেমি করবিনসহ আরও বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করবেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য।
এরমধ্যেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে আবারও অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে পারেন বিরোধী আইনপ্রণেতারা - সম্প্রতি এমন খবর প্রকাশের পর মন্ত্রিসভার বৈঠক ডাকেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ইউরোপীয় ইউনিয়ন ত্যাগে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ব্রিটেনকে সময়সীমা বেঁধে দিয়েছে জোট। ফলে এর আগেই আগামী ২৩ মে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনেও অংশ নিতে হবে ব্রিটেনকে।
Tag: world
No comments: