মেসি-রোনালদোকে হারিয়ে দিলেন এশিয়ান হিরো
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম দাবিদার ম্যানচেস্টার সিটিকে খালি হাতে ফিরিয়েছে টটেনহ্যাম হটস্পার। যার অন্যতম কারিগর সন হিউন-মিন। পেপ গার্দিওলার দলকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে টটেনহ্যাম। দুই লেগেই গোল করেন সন।
সিটিজেনদের বিপক্ষে ম্যাচে দুই গোল করেন সন। জোড়া গোলের ফলে এশিয়ানদের গর্বে পরিণত হয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এশিয়ানদের মধ্য সর্বোচ্চ স্কোরারও এখন এ সাউথ কোরিয়ান।
এবার আরও একটি জায়গায় এগিয়ে গেলেন সন। জনপ্রিয় ‘ফিফা ২০ মেন কভার স্টার’ ভোটে নেইমার, মোহামেদ সালাহ তো বটেই, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির চেয়েও এগিয়ে আছেন সন। প্রথম এশিয়ান হিসেবে এই ম্যাগাজিনের মেন কভার-স্টার হতে যাচ্ছেন তিনি।
মোট ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার একশত ৪৯টি। এরমধ্যে সর্বোচ্চ ১৭% ভোট পেয়েছেন সন। শীর্ষ পাঁচে তিনি ছাড়াও আছেন মেসি, রোনালদো, সালাহ ও নেইমার।
সাউথ কোরিয়া সেনাবাহিনীর সদস্য সন। বাহিনীতের বাধ্যতামূলক দায়িত্ব পালনের জন্য এই মৌসুমের শুরুতে খেলাই অনিশ্চিত ছিল তার। তবে সাউথ কোরিয়াকে এশিয়ান গেমসে স্বর্ণ জেতানোর পর বাধ্যতামূলক ডিউটি থেকে ছাড় দেয়া হয় তাকে।
সব মিলিয়ে দারুণ এক মৌসুম কাটাচ্ছেন ২৬ বছরের সন। চলতি মৌসুমে এখন পর্যন্ত করে ফেলেছেন ২০ গোল।
Tag: games
No comments: