অস্ত্রবিরতি ভঙ্গ করলে জবাব দেয়ার হুঁশিয়ারি হাউথি বিদ্রোহীদের
ইয়েমেনে জাতিসংঘের মধ্যস্থতায় অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করে আর কোনো হামলা করা হলে সৌদি আরব ও এর মিত্র দেশগুলোকে উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে হাউথি বিদ্রোহীরা।
সোমবার, ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বিদ্রোহী গোষ্ঠীটির প্রধান আব্দুল মালিক আল হাউথি বলেন, তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র রিয়াদে আঘাত হানতে সক্ষম। এমনকি সৌদি আরব পেরিয়ে দুবাইতেও হামলার হুঁশিয়ারি দেন তিনি। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে আর কোন আক্রমণ করলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা আক্রমণের হুমকি দেন আল হাউথি।
বন্দর নগরী হুদেয়দায় অস্ত্রবিরতির লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে সুইডেনে আলোচনায় বসে ইয়েমেনের বিবদমান পক্ষগুলো। তবে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে হামলার অভিযোগ জানিয়ে আসছে হাউথি বিদ্রোহীরা। ২০১৫ সালে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর আল হাদিকে ক্ষমতায় বসাতে হাউথিদের বিদ্রোহী বিরোধী অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।
Tag: world
No comments: