Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » কী হচ্ছে উগান্ডায়?




উগান্ডার জনপ্রিয় পপ তারকা ও সংসদ সদস্য ববি ওয়াইনের কনসার্ট থামিয়ে অনুষ্ঠানস্থল থেকেই তাকে আটক করে নিয়ে গেছে দেশটির পুলিশ। শুধু তাই নয়, কনসার্টে আসা ভক্তদের ছত্রভঙ্গ করতে তাদের দিকে কাঁদানে গ্যাসও ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন এই সঙ্গীত শিল্পীর স্ত্রী ও সমর্থকরা। হাই-প্রোফাইল এই তারকা এমপি সরকারের সমালোচনার জন্য ব্যাপকভাবে পরিচিত। ২০১৭ সালে পার্লামেন্টে অবস্থান পাওয়া ববি ওয়াইন দেশটির প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির দীর্ঘ শাসনকালের তীব্র সমালোচনা করে তরুণ উগান্ডানদের মাঝে ব্যাপক জনপ্রিয়। বিদ্রোহী সেনাবাহিনীর নেতা হিসেবে ১৯৮৬ সালে ক্ষমতা দখল করেন মুসেভেনি। তখন থেকে এখনো ক্ষমতায় আছেন ৭৪ বছর বয়সী এই প্রেসিডেন্ট। অনেকের মতেই অতিরিক্ত সময় ধরে মুসেভেনি ক্ষমতা দখল করে আছেন। অথচ তারপরও ষষ্ঠ মেয়াদে নির্বাচনে আগ্রহী তিনি। উগান্ডায় প্রেসিডেন্ট প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৭৫ বছর। ২০২১ সালের নির্বাচনে যেন লড়তে পারেন, সেজন্য বয়সসীমা সরিয়ে দেয়ার কাজও করছেন মুসেভেনি। ববি ওয়াইন এখানেই আসে ববি ওয়াইনের নাম। ৩৬ বছর বয়সী ওয়াইন (আসল নাম রবার্ট কিয়াগুলানি) প্রেসিডেন্ট প্রার্থীর বয়সসীমা বাতিলের প্রতিবাদে আন্দোলনকারীদের নেতৃত্ব দিচ্ছেন। শুধু তাই নয়, ইতোমধ্যে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, নির্বাচনে মুসেভেনির বিপক্ষে লড়ার কথা ভাবছেন তিনি। সামাজিক ন্যায়বিচার নিয়ে একের পর এক গান গেয়ে তরুণদের সমর্থন পেয়ে আসছেন ববি ওয়াইন। তার একটি গানের কথা এরকম: ‘মুক্তিযোদ্ধারা একসময় স্বৈরশাসক হয়’। এ গানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট মুসেভেনির শাসনকে ইঙ্গিত করেন তিনি। উগান্ডা-পপ তারকা ইয়োয়েরি মুসেভেনি এ ধরনের গানের কারণে এ পর্যন্ত বহুবার ওয়াইনের কনসার্ট বাতিল করেছে দেশটির সরকার। বহুবার তাকে জনসমক্ষে পারফর্ম করতে বাধা দেয়া হয়েছে। এমনই একটি বাধাদানের ঘটনা ঘটল সোমবার। স্থানীয় গণমাধ্যম ও এএফপি’র সূত্রে গার্ডিয়ান জানিয়েছে, সোমবার রাজধানী কামপালার দক্ষিণাঞ্চলে অবস্থিত লেক ভিক্টোরিয়ার তীরে অবস্থিত একটি প্রাইভেট ক্লাবে আয়োজিত কনসার্টে ঢোকার সময় ওয়াইনকে গাড়ি থেকে টেনে বের করে নিয়ে আসে লাঠি নিয়ে তৈরি থাকা দাঙ্গা পুলিশের একটি দল। সেখান থেকেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। বহুল প্রতিক্ষিত এই কনসার্টটি রোববারই বাতিল ঘোষণা করেছিল উগান্ডা পুলিশ। পাশাপাশি অনুষ্ঠানস্থলের আশপাশের রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছিল নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে। কিন্তু এরপরও সোমবার যথাসমযে ভেন্যুতে হাজির হয় ববি ওয়াইনের সমর্থকরা। ওয়াইনও সোমবার কনসার্টে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় ওয়াইনের ভক্ত-সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করলে জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। কনসার্টের প্রচারণাকারীদের একজন মোজেস মুগওয়ানিয়া জানান, অন্যান্য বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের মতোই তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ‘পুলিশ জোর করে টেনেহিঁচড়ে তাকে গাড়ি থেকে বের করে এনে একটি পুলিশ ভ্যানে ঢোকায় এবং তারপর তাকে নিয়ে যায়। তার গাড়ির আশপাশে থাকা বাকি সবাই এখন কাঁদানে গ্যাসের মাঝে পড়ে আছি। আমাদের শ্বাসকষ্ট হচ্ছে,’ ওই সময় বলেন তিনি।উগান্ডা-পপ তারকা ওয়াইনের স্ত্রী ইটুংগো কিয়াগুলানি জানান, ওয়াইনের বুসাবালায় গণমাধ্যমের সামনে পুলিশের কনসার্ট বাতিল করার বিষয়ে কথা বলার কথা ছিল। তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য পুলিশের মুখপাত্র ফ্রেড এনাংগা শুধু তাকে নিয়ে আসার কথা স্বীকার করেছেন। তাকে কাগজে-কলমে গ্রেপ্তার করার বিষয়ে কিছু বলেননি। এর আগে গত বছরের আগস্টে আরও অন্তত ৩০ জন বিরোধী দলীয় নেতাসহ ওয়াইনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এসেছিল মুসেভেনির সরকার। অভিযোগ ছিল, তারা আরুয়া শহরে মুসেভেনির গাড়িবহরে পাথর ছুড়েছিলেন। ওই সময় তাকে আটক করে পুলিশি হেফাজতে শারীরিক নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছিলেন ববি ওয়াইন। পরে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছিলেন। উগান্ডা সরকার অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছিল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply