২২৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ
হেগলে ওভালে নিউজিল্যান্ডকে দেয়া বাংলাদেশের ২২৭ রানের টার্গেট টপকে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিকরা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া নিউজিল্যান্ড ৪৯ দশমিক ৪ ওভারে সাজঘরে ফেরায় টাইগার ব্যটসম্যানদের। এরপর ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭০ রান।
প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হওয়ায়, সাবধানী শুরু করেন দুই ওপেনার লিটন ও তামিম। যদিও কিউই পেসার বোল্ট ও হেনরির গতির সামনে সুবিধা করতে পারেননি কেউই। ট্রেন্ট বোল্টের বলে দলীয় ৫ রানে আউট হন লিটন দাস। তামিমও টেকেননি বেশিক্ষণ। তবে তৃতীয় উইকেটে সৌম্য ও মুশফিক দেখেশুনে খেলতে থাকেন। দলীয় ৪৮ রানে সৌম্য ফিরে যান ২২ রান করে।
নিজের ২০০তম ওয়ানডে খেলতে নামা মুশফিক দুইবার জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। ২৪ রানে আউট হবার পরেই, মাহমুদুল্লাহও ফিরে যান দ্রুতই। এরপর মোহাম্মদ মিঠুন এবং সাব্বির রহমানের ৭১ রানের জুটি কিছুটা স্বস্তি দেয় টাইগারদের। তবে মিঠুন ফিরে যাওয়ার পর সাব্বির রহমানের সঙ্গে মেহেদী হাসান মিরাজ জুটি বেশিক্ষণ টেকেনি। জিমি নিশানের বলে মিরাজের ক্যাচ তুলে সাজঘরে ফেরার পর বিদায় নেন সাব্বির রহমানও।
এরপর সাইফুদ্দিন, মাশরাফি ও মোস্তাফিজের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ২২৭ রানের টার্গেট দেয় টাইগাররা।
No comments: