Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ইমক্যাব নির্বাচন: সভাপতি বাসুদেব, সম্পাদক হলেন সবুজ






বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


 এতে বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান, কলকাতা) সভাপতি, রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা, আগরতলা) সাধারণ সম্পাদক এবং ও শাহিদুল হাসান খোকন (ইন্ডিয়া টু ডে) যুগ্ম -সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাহী কমিটির ১১টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক হারুন হাবীব ও সদস্য খায়রুজ্জামান কামাল সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
 

নির্বাচিত অন্যরা হলেন- কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা, কলকাতা) সহ-সভাপতি , কোষাধ্যক্ষ মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ, কলকাতা/গুয়াহাটি), সাংগঠনিক সম্পাদক মীর আফরোজ জামান (ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া-ইউএনআই) এবং নির্বাহী সদস্য আনিসুর রহমান (পিটিআই), আমিনুল হক ভূঁইয়া (এই সময়, কলকাতা), লায়েকুজ্জামান (দৈনিক দিন দর্পণ, কলকাতা), রাজিব খান (জি আকাশ মিডিয়া) ও আবু আলী (দৈনিক জাগরণ, আগরতলা)।

এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক দীপ আজাদ (টাইমস নাউ টিভি) পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য থাকবেন।

প্রসঙ্গত, ইমক্যাব নির্বাচনের (২০১৯-’২০) ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ১৭ ফেব্রুয়ারি। গত ১২ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার সময়। তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


 

দ্বি-বার্ষিক সাধারণ সভা 

ইমক্যাব-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি হোটেলে সকাল সাড়ে ১১টায় হবে এ সভা। সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক দীপ আজাদ সকল সদস্যকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply