ডাকসু নির্বাচনকে সামনে রেখে সমমনা একুশটি সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। তবে নির্বাচনে এ সংগঠনগুলো একই প্যানেলে থাকবে কি না সে বিষয়টি স্পষ্ট নয়।
সহাবস্থান নিশ্চিতের মতো বাকি দাবিগুলোও মেনে নেয়া হবে বলে আশা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানে বিশৃঙ্খলা হলে নির্বাচনকে বিঘ্নিত হওয়ার শঙ্কা প্রশাসনের।
ডাকসু নির্বাচনকে ঘিরে এখন প্রতিনিয়তই সরব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সমমনা একুশটি সংগঠনকে সঙ্গে নিয়ে নতুন এক প্লাটফর্মের ঘোষণা দিল ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ব্যানারে একাত্বতা জানায় টিএসসিভিত্তিক একুশটি সংগঠন। মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করার প্রত্যয় তাদের।
এর আগে মধুর ক্যন্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেন সহাবস্থানের বিষয়টি স্থায়ী হলেই সুফল মিলবে। বাকি দাবিগুলোর দিকেও নজর দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান তাদের।
এদিকে ক্যাম্পসে মিছিল শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে এক ঘণ্টা অবস্থান করে প্রগতিশীল ছাত্রজোট। এ সময় নানা অনিয়ম ও অসঙ্গতির কথা তুলে ধরেন তারা। সবার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ ১১ মার্চ।
২১ সংগঠন নিয়ে ডাকসু নির্বাচন করবে ছাত্রলীগ
Tag: others
No comments: