জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপিকে আজ তার নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছে।
জাতীয় সংসদে টানা তৃতীয়বারের মতো সংসদ উপনেতা নির্বাচিত হওয়ায় বিপুল সংখ্যক নেতাকর্মী তার ধানমিন্ডস্থ বাসভবনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
এ সময় সংসদ উপনেতা উপস্থিত নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, নগরকান্দা ও সালথা উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতায় জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর চৌধুরী, মেজ পুত্র সাজিদ আকবর চৌধুরী, মো. শফিউদ্দিন, কাজী শাহজামান বাবুল, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ সোবহান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মাষ্টারসহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ভালোবাসায় সিক্ত হলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী
Tag: others
No comments: