বরিশালে কীর্তনখোলা নদীর ভাঙনরোধ এবং ডুবোচর অপসারণের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কীর্তনখোলা নদীতে জিও ব্যাগ ফেলে এ কার্যক্রম উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
তিনি জানান, নদীর বেলতলা পয়েন্ট থেকে চরবাড়িয়া পয়েন্টে মোট ৪ দশমিক ৫১ কিলোমিটার ভাঙন রোধ এবং ৫ দশমিক ৬০ কিলোমিটার ডুবোচর অপসারণ করা হবে।
প্রকল্প এলাকার মধ্যে ৪ লাখ ৭৫ হাজার জিও ব্যাগ এবং ১২ লাখ ২০ হাজার সিসি ব্লক ডাম্পিং করা হবে বলেও জানান মন্ত্রী। ২০২০ সালের ৩০ এপ্রিলের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
No comments: