৩০ ডিসেম্বরের অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা করেছেন বিএনপির আরও পাঁচ প্রার্থী।
বৃহস্পতিবার সকালে এ পাঁচ প্রার্থী মামলা করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
তিনি জানান, বৃহস্পতিবার মামলা করেছেন ঢাকা-৫ আসনের বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবী, ঢাকা-২ আসনের প্রার্থী ইরফান ইবনে আমান, মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত, নরসিংদী-৫ আসনের প্রকৌশলী আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ।
এর আগে সকালে বিএনপির সাত পরাজিত প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে এবং প্রার্থীদের বিজয় চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছেন। এর আগে মঙ্গল ও বুধবার ধানের শীষের সাত প্রার্থী মামলা করেন।
এদিন বিভিন্ন আসনের আরও কয়েক প্রার্থী মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বিএনপির প্রার্থীদের মামলা করার এ নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
No comments: