Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » নির্বাচনের আগে মলদোভার বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক




মলদোভার নির্বাচনকে সামনে রেখে অন্তত ২০০ নকল অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। তারা মলদোভার মানুষকে লক্ষ্যবস্তু করেছিলো বলে জানিয়েছে সংস্থাটি। তাদের মধ্যে কেউ কেউ সরকারি কর্মচারী। নতুন নির্বাচনী প্রক্রিয়ায় আগামী ২৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে মলদোভায়। ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি এটি। সেখানে রাজনীতি দুই ভাগ হয়েছে পশ্চিমাকেন্দ্রিক ও রাশিয়াকেন্দ্রিক বিষয়াদির কারণে। ফেসবুক জানিয়েছে ওই সব অ্যাকাউন্ট থেকে বিভেদ সৃষ্টিকারী রাজনৈতিক বিষয়াদি পোস্ট করা হচ্ছিলো, বিকৃত করা ছবি শেয়ার করা হচ্ছিলো এবং স্থানীয় এক তথ্য উৎঘাটন সংস্থার ভূমিকায়ও কাজ করেছিলো তারা। ফেসবুক বলছে, ১৬৮টি অ্যাকাউন্ট, ২৮টি ফেসবুক পেজ এবং আটজন ইন্সটাগ্রাম ব্যবহারকারীকে স্থানান্তরিত করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে ওঠা নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের মতো না হলেও কাছাকাছি একই ধরনের কর্মকাণ্ড দেখা যাচ্ছিলো মলদোভাতেও। এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়ছে, যদিও যারা এই কর্মকাণ্ডের পেছনে আছে তারা নিজেদের পরিচয় লুকানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের ম্যানুয়াল পর্যালোচনা বলছে এই কর্মকাণ্ডগুলোর খানিকটাতে মলদোভান সরকারের কিছু কর্মচারীও যুক্ত ছিলো। মলদোভার আগামী নির্বাচন এরই মধ্যে বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের মধ্যে স্যান্ডউইচ আকারে রয়েছে দেশটি। বিগত কয়েক বছর যাবৎ দেশটির সরকার প্রো-ইইউ অবস্থান গ্রহণ করছে। যদিও তাদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন প্রো রাশিয়া প্ল্যাটফর্ম থেকেই। দুটি পক্ষের কখনোই বনিবনা হয়নি, প্রেসিডেন্ট ইগর দোদন বেশ কয়েকবার বহিস্কৃত হয়েছেন সংসদের পাশ করা আইনগুলোতে স্বাক্ষর করতে রাজি না হওয়ায়। নির্বাচনের পথে গিয়ে দেশটির জাতীয় নির্বাচন কমিশন তাকে বলে, নিজের পার্টির দি সোশিয়ালিস্টের জন্য সরাসরি কোনো জনসমর্থন প্রকাশ না করতে। কারণ নাকি প্রেসিডেন্টকে নিরপেক্ষ থাকতে হয়। জবাবে দোদন এই সিদ্ধান্তকে অবৈধ ও ভিত্তিহীন বলেন, এই ঘটনায় তিনি আদালতে যাবেন বলেও জানান। নতুন নির্বাচনী ধরনে ১০১ জন এমপির অর্ধেক পার্টি লিষ্টের তালিকা অনুযায়ীি নির্বাচিত হবেন। বাকি অর্ধেক হবে একক আসনে সংসদীয় ভাবে, তারাই স্থায়ী পার্টিকে সহযোগিতা করবে। ২০১৬ সালে মার্কিন নির্বাচনে বিদেশ থেকে পরিচালিত ভুয়া অ্যাকাউন্ট বেশ কিছু ভুল তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলো। তথ্য প্রমাণ না থাকা সত্বেও সেসব ফেসবুককে বেশ চাপের মধ্যে ফেলেছিলো। ফেসবুক জানায়, আমরা এই ধরনের কাজগুলো চিহ্নিত ও নিয়ন্ত্রণ করতে ক্রমাগত কাজ করে যাচ্ছি।কারণ আমরা চাই না, আমাদের সেবা মানুষকে বিভ্রান্ত করার কাজে ব্যবহৃত হোক। সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়াতেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং মিয়ানমারে সহিংস ও জঙ্গি দলগুলোকে ব্যান করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply