আত্মঘাতী হামলায় ইরানে এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ডের কমপক্ষে ২০ সদস্য নিহত হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকিস্তান সীমান্ত সংলগ্ন সিসতান ও বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে। হতাহতের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, সিসতান ও বেলুচিস্তান প্রদেশের ওই এলাকা আফিম চোরাচালানের জন্য বিখ্যাত। সেখানে জাহেদান ও খাশ নামের দুটি শহরের মধ্যকার সংযোগ সড়কে এই হামলার ঘটনা ঘটেছে।
বলা হচ্ছে, সশস্ত্র গোষ্ঠী ও মাদক চোরাচালানকারীদের কারণে ওই এলাকা প্রায় সময়ই অস্থিতিশীল থাকে। হামলায় রেভল্যুশনারি গার্ডের আরও ১০ সদস্য আহত হয়েছেন।
No comments: