Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » শেভরনের কারিগরি সেমিনার অনুষ্ঠিত






শেভরন গ্লোবাল লুব্রিকেন্টস এবং নাভানা পেট্রোলিয়াম লিমিটেডের সৌজন্যে গ্যাস ইঞ্জিন অয়েল HDAX® 9200 এর একটি কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গেল বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে স্বনামধন্য বিদ্যুৎকেন্দ্রের ১৫০ জনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা করেন নাভানা গ্রুপের ডিরেক্টর সাহেদুল ইসলাম।
সেমিনারে উপস্থিত দেশের বিভিন্ন পাওয়ারপ্ল্যান্ট ইন্ডাস্ট্রির ১৫০ জনেরও বেশি প্রকৌশলীসহ গ্যাস ইঞ্জিন অয়েলের গ্রাহক ও ব্যবহারকারীদের HDAX® 9200 এর কারিগরি বিশেষত্ব ও বৈশিষ্ট্য উপস্থাপন করেন শেভরন অরোনাইট মার্কেট ম্যানেজার  মার্টিন ব্রাউন।
সেমিনারটি সঞ্চালনা করেন শেভরনের প্রোডাক্ট লাইন বিশেষজ্ঞ ভার্গিস পি.এফ.। পরে বক্তব্য দেন, লিম জিং জিং, থুশিথা ডিসিলভা ও ফার্নান্দো হিলারি।
দেশের বাজারে HDAX® 9200 গ্যাস ইঞ্জিন অয়েলের ক্রমবর্ধমান চাহিদা ও এর গুণগত মান নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে নাভানা পেট্রোলিয়াম লিমিটেপের কান্ট্রি ডিরেক্টর ফয়সল এ. চৌধুরী বলেন, শেভরনের অত্যাধুনিক প্রযুক্তির HDAX® 9200 গ্যাস ইঞ্জিন অয়েল ব্যবহারকারীদের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে। এতে সুবিধা ভোগকারীরা উপকৃত হবেন। এটা আমাদেরকে অন্যদের থেকে আলাদা করেছে। আমরা ক্রমাগত উন্নত প্রযুক্তি উদ্ভাবনের দিকে নজর দিচ্ছি। আমাদের গ্রাহকদের জন্য আপগ্রেডেড এবং আরও উন্নত ফর্মুলেশন আনতে থাকব।
প্রসঙ্গত, নাভানা পেট্রোলিয়াম লিমিটেড গেল এক যুগেরও বেশি সময় ধরে দেশের বাজারে সুনামের সঙ্গে শেভরন লুব্রিকেন্টসের পণ্য  বাজারজাত করে আসছে। তারই ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ইঞ্জিন অয়েলের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যবসায়ী, গ্রাহক ও ব্যবহারকারীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
পরে  নৈশভোজের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply