
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চড়া মূল্য দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরমধ্যেই হামলাকারীর ছবি প্রকাশ করেছে কাশ্মীর পুলিশ। হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার খবর নাকচ করে দিয়েছে পাকিস্তান। এদিকে বৃহস্পতিবারে (১৪ ফেব্রুয়ারি) হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪।
কাশ্মীরের অবন্তীপুরে নিরাপত্তা বাহিনীর ওপর গেলো এক দশকের মধ্যে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর, পুরো এলাকা ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চলছে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা। এরইমধ্যে প্রাথমিক তদন্ত শেষে প্রধান হামলাকারীর ছবি প্রকাশ করেছে কাশ্মীর পুলিশ। আদিল হাসান নামের ওই তরুণ স্কুলের লেখাপড়া শেষ করে রাজমিন্ত্রী হিসেবে কাজ শুরু করে। এরপরই সে যোগ দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইস-ই-মোহাম্মদে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিহত হওয়ার ঘটনায়, ভারতজুড়ে বইছে নিন্দার ঝড়। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অন্যদিকে সব রাজনৈতিক কর্মসূচি বাতিলের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। শিগগিরই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
ভারত স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, সন্ত্রাসী হামলার পর পুরো ভারত আজ ঐক্যবদ্ধ। আমরা জানি কীভাবে এ হামলা মোকাবিলা করতে হবে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, হামলার জবাব দিয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
হামলার পরই নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ হামলার জন্য সন্ত্রাসীদের চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেন তিনি। এরপর শুক্রবার দেওয়া বক্তব্যে, সন্ত্রাস মোকাবিলায় রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সব সময়ই একটি সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধি দেশ গড়ার স্বপ্ন দেখেন। যেসব সদস্য নিহত হয়েছেন, তাদের স্বপ্ন আমরা ব্যর্থ হতে দেব না। আমি তাদের পরিবারের সদস্যদের বলতে চাই, আপনরা উপযুক্ত বিচার পাবেন। আর আমাদের প্রতিবেশী দেশ যে পথে হাঁটছে, তা তাদের ধ্বংসের পথে নিয়ে যাবে।
কাশ্মীরে হামলার পর বিবৃতিতে সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধ করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। তবে হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ, পুরোপুরি নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে, তদন্তের আগে এ বিষয়ে কোনো মন্তব্য না করার আহ্বান জানানো হয়।
এদিকে হামলায় ঘটনার নিন্দা জানিয়ে, সন্ত্রাস মোকাবিলায় ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দুপুরে ৭৮টি গাড়িতে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ এবং সেনাবাহিনীর প্রায় আড়াই হাজার সদস্য। বহরে ৩৫০ কেজি বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে হামলা চালায় জইস-ই-মোহাম্মদের সদস্যরা।
No comments: